শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তায়কান্দোতে সোনা জিতল ইরানের আলিযাদেহ

পোস্ট হয়েছে: এপ্রিল ১৮, ২০১৬ 

news-image

রিও অলিম্পিক গেমসে কোয়ালিফিকেশনের অংশ হিসেবে এশিয়ান টুর্নামেন্টে তায়কান্দোতে সোনা জিতল ইরানের তরুণী কিমিয়া আলিযাদেহ। রোববার তিনি ফিলিপাইনে অনুষ্ঠিত গেমসে এ স্বর্ণপদক পান। ম্যানিলার পাসে শহরে ম্যারিয়ট গ্রান্ড বলরুমে এ আয়োজনে আলিযাদেহ ইন্দোনেশিয়ার তরুণী সালেহা ফিতরিয়ানাকে পরাস্ত করেন।

আলিযাদেহ কোয়ার্টার ফাইনালে সালেহার বিপরীতে ১৯-০ পয়েন্টে জয়লাভ করেন। তিনি সেমিফাইনালে নেপালের নিমা গুরুংকে ১৫-২ পয়েন্টে পরাস্ত করেন। এছাড়া থাইল্যান্ডের ফানাপা হার্নসুজিনকে ৩-২ পয়েন্টে পরাজিত করেন। স্বর্ণপদক জয়লাভের পর আলিযাদেহ বলেন, আমি আমার এ জয়লাভে দারুণ খুশি এবং ইরানের মানুষ আমার জয়লাভে খুশি বলে আমি অত্যন্ত আনন্দিত। অলিম্পিক গেমসে আমি সোনা জিততে চাই। এজন্যে আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়ব।

ম্যানিলায় ৩৬টি দেশের ৯৮জন এ্যাথলেট আটটি গেমস ইভেন্টে অংশ নেয়। সূত্র: তেহরান টাইমস