রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ভারোত্তোলনে ইরানের প্রথম পদকজয়ী জামালি

পোস্ট হয়েছে: জুন ১, ২০২১ 

news-image

নারীদের ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ইরানের হয়ে প্রথমবারের মতো মেডেল জয় করলেন ইয়েকতা জামালি। উজবেকিস্তানের তাশখন্দে চলমান ২০২১ আইডব্লিউএফ জুনিয়র বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের ৮৭ কেজি ওজন-শ্রেণিতে ব্রোঞ্জ মেডেল জিতে তিনি এই ইতিহাস গড়েন।

জামালি স্ন্যাচে ৯২  কেজি ওজন তোলেন এবং ক্লিন অ্যান্ড জার্কে ওজন তোলেন ১১৬ কেজি। মোট ২০৮ কেজি ওজন তুলে ব্রোঞ্জ মেডেল ঘরে তোলেন।

উজিবেকিস্তানের ভারোত্তোলক তুরসুনই জাব্বোরোভা ১১১ ও ১১৩ কেজি করে মোট ২৪৪ কেজি ওজন তুলে স্বর্ণপদক জয় করেন।অন্যদিকে আমেরিকার অ্যাভেরি ওয়েন্স ৯৩ কেজি ও ১১৮ কেজি করে মোট ২১১ কেজি ওজন তুলে রুপার মেডেল লাভ করেন।

উজবেকিস্তানে অনুষ্ঠিত ২০২১ আইডব্লিউএফ জুনিয়র বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে বিশ্বের বিভিন্ন দেশের ২৪৪জন ভারোত্তোলক অংশ নিয়েছেন। সূত্র: তেহরান টাইমস।