বুধবার, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তামা উৎপাদনে ইরানের নতুন রেকর্ড

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২১ 

news-image

চলতি ইরানি বছরে (২০ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) ইরানের তামা উৎপাদন পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে। এমন তথ্য জানিয়েছেন ন্যাশনাল ইরানিয়ান কপার ইন্ডাস্ট্রিজ কোম্পানির (এনআইসিআইসি) প্রধান আরদেশির সা’দ মোহাম্মাদি।

খনিজ পণ্য, নির্মাণ যন্ত্রপাতি এবং সংশ্লিষ্ট শিল্প ও সরঞ্জামের ১৬তম আন্তর্জাতিক প্রদর্শনীর (ইরান কনমিন) ফাঁকে তিনি বলেন, এবছর সারচেশমেহ কপার কমপ্লেক্সের উৎপাদন বেড়েছে ১২ শতাংশ।

আইআরআইবিকে এই কর্মকর্তা বলেন, চলতি বছরের শেষ নাগাদ কমপ্লেক্সটিতে উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৮০ হাজার টন। বছর শেষে উৎপাদনে নতুন রেকর্ড হতে যাচ্ছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।