রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তাব্রিজের কার্পেট শিল্প শান্তি ও বন্ধুত্বের বার্তা বহন করে

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০১৬ 

news-image
ইসফাহান শহরে আগামী ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ইরানে হাতে বোনা কার্পেটের অনুপম এক প্রদর্শনী। ইরানে হাতে বোনা কার্পেট শত শত বছর ধরে সারা বিশ্বে সমাদৃত হয়ে আসছে। দেশটির তাব্রিজে তৈরি হাতে বোনা কার্পেট  খুবই ব্যয়বহুল  এবং এ ধরনের কার্পেট তৈরি করতে দীর্ঘ সময় লাগে। তবে এ কার্পেট ইরানের কার্পেট শিল্পীদের এক অসাধারণ প্রতিভাই শুধু নয়একই সঙ্গে শান্তি ও বন্ধুত্বেরও বার্তা বহন করে।
2211935
হাতে বোনা কার্পেট শিল্পীদের অন্যতম হচ্ছেন হামিদ কাজেমনিয়া। পূর্ব আজারবাইজান কালচারাল হেরিটেজের পরিচালক মোরতেজা আবদার এ প্রসঙ্গে বলেনইসফাহানের কার্পেট প্রদর্শনীতে অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন। এধরনের কার্পেট তৈরিতে খাঁটি সিল্ক ছাড়াও বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। ব্যবহার হয় ঐতিহ্যবাহী ইরানি নকশা। গত বছর ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল ইসফাহান ও তাব্রিজকে হাতে বোনা কার্পেটের জন্যে বিশ্ব স্বীকৃতি দেয়। সূত্র: তেহরান টাইমস