তাপবিদ্যুৎ শিল্পে অত্যন্ত উন্নত ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ৭, ২০২২

ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ খাতের মুখপাত্র মোস্তফা রাজাবি মাশহাদি বলেছেন, ইরান তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরিতে অত্যন্ত উন্নত এবং আঞ্চলিক দেশগুলিতে এই জাতীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জ্ঞান রপ্তানি করতে প্রস্তুত রয়েছে তার দেশ।
বৃহস্পতিবার বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মাশহাদি বলেন, ‘ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উচ্চ ক্ষমতা রয়েছে, যা একটি বড় সুবিধা। তিনি আরও জানান, ইরানের তৈরি তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি বিভিন্ন ধরণের। এতে কম খরচে রয়েছে উচ্চ কার্যকারিতা। সূত্র: তেহরান টাইমস।