বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতায় ইরানের অবস্থান ৯ম

পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০১৯ 

news-image

বিশ্বে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতার দিক দিয়ে নবম অবস্থানে রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে বর্তমানে উৎপাদন ক্ষমতা ৬৫ গিগাওয়াট।

ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটির মোট বিদ্যুৎ কেন্দ্রের ৮০ দশমিক ৮ শতাংশই তাপবিদ্যুৎ কেন্দ্র।

আন্তর্জাতিক ভাবে পাওয়ার প্ল্যান্টগুলোতে সর্বমোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৬ হাজার ৬২৮ গিগাওয়াট। এই বিদ্যুতের ৬১ শতাংশ উৎপাদন হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে। অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্রে আন্তর্জাতিকভাবে উৎপাদন ক্ষমতা ৪ হাজার ১৭ গিগাওয়াট।

ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্র বাদে বাকি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যা বিদ্যুৎ উৎপাদন হয় তার ১৪ দশমিক ৮ শতাংশ উৎপাদন হয় জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে, নবায়নযোগ্য কেন্দ্রগুলোতে উৎপাদন হয় শূন্য দশমিক ৯ শতাংশ, পারমাণবিক কেন্দ্রগুলোতে ১ দশমিক ৩ শতাংশ, ডিজেলবিদ্যুত কেন্দ্রগুলোতে শূন্য দশমিক ৫ শতাংশ ও বাকি ১ দশমিক ৮ শতাংশ উৎপাদন হয় ছোট পরিসরের গ্যাস বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।