তানজানিয়ায় দুই অ্যাওয়ার্ড জিতল ইরানের ‘বেনজামিন’
পোস্ট হয়েছে: এপ্রিল ২০, ২০২১
তানজানিয়ার কোয়েতু আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবে (কেআইএএফএফ) দুটি প্রধান পুরস্কার জিতেছে ইরানি অ্যানিমেশন ‘বেনজামিন’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা মোহসেন এনাইয়াতি।
কোয়েতু আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবে ছবিটি সেরা ক্যারেক্টার অ্যাওয়ার্ড ও সেরা ফিচার চলচ্চিত্র অ্যাওয়ার্ড লাভ করেছে।
‘বেনজামিন’ সম্প্রচার করছে বাহমান সাবজ কালচারাল সেন্টার। কেন্দ্রটি আগে পুরস্কার বিজয়ী অ্যানিমেশন ‘দ্যা এলিফ্যান্ট কিং’ ও ‘প্রিন্সেস অব রোম’ এর প্রিমিয়ার শো সম্প্রচার করেছিল।
ইরানি অ্যানিমেশনটি এর আগে ইরানের ৩২তম আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে সেরা অ্যানিমেশন সৃজন অ্যাওয়ার্ড লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।