তাইকোয়ান্দোর গ্র্যান্ড প্রিক্স ফিনালে মারদানির রুপা জয়
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১০, ২০১৯

বিশ্ব তাইকোয়ান্দো গ্র্যান্ড প্রিক্স ফিনালে শনিবার মস্কোতে রুপার মেডেল জিতেছে ইরানি অ্যাথলেট সাজ্জাদ মারদানি। রাশিয়ার রাজধানীর ডাইনামো স্পোর্টস প্যালেসে ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
মারদানি ৮০ কেজি ওজন-শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। কোরীয় প্রতিপক্ষ কিয়ো-ডনের কাছে ২১-১০ পয়েন্টে পরাজিত হন। লাভ করেন রুপার মেডেল। খবর তেহরান টাইমসের। ২০২০ অলিম্পিক গেমসে টিকিট নিশ্চিত করতে হলে একটি স্বর্ণপদক জিততে হবে তাকে।
৫৮ কেজিতে আরমান হাদিপুর ও ৬৮ কেজিতে মিরহাশেম হোসেইনি সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে অলিম্পিক নিশ্চিত করেছেন। তাইকোয়ান্দো সিডনি ২০০০ এ প্রথম পূর্ণ অলিম্পিক মেডেল খেলায় পরিণত হয়। সূত্র: মেহর নিউজ ।