তাঁর বিদেহী আত্মার প্রতি
পোস্ট হয়েছে: এপ্রিল ২২, ২০১৮
তাঁর বিদেহী আত্মার প্রতি
[মুহাম্মদ ফরিদউদ্দীন খান স্মরণে। (মৃত্যু: জুলাই, ২০১৭)]
সিরাজুল হক
যে মানুষ চলে যায় এই পৃথিবী ছেড়ে আসবে কি সে
কভু এই ধূলির ধরায় আর কোনো দিন?
কত প্রিয়জন বন্ধু স্বজন কেউ নাই তাঁর পাশে,
শুধু গভীর মৃত্তিকা গর্ভে অন্ধকার কবরে একা একা,
রহমতের পরশ পেয়ে হয়তো রয়েছে আচ্ছন্ন গভীর নিদ্রায়-
থাকতে হবে কত কাল কত দিন এইভাবে কে জানে?
পাব না কভু ইহজগতে তাঁর দেখা, তাই হারাবার বেদনা
আজ সবার মনে;
সে ব্যথার নাই উপশম কস্মিনকালে
কত ভালোবাসা প্রীতিসম্ভাষণ হাসিমাখা মুখ,
আচমকা হলো তিরোহিত আমাদের মাঝ থেকে।
ছিল যেজন সেবার মূর্তপ্রতীক দেশে ও বিদেশে,
রেডিও তেহরানে তাঁর দীর্ঘ সেবা আজও রয়েছে স্মরণীয় হয়ে।
সে মানুষটির কথা ভুলি কী করে, মনে হয়-
এখনও তাঁর চেহারা চোখে ভাসে মুহূর্তে মুহূর্তে।
ভাবি, দেশ-বিদেশ থেকে সংগৃহীত তাঁর গ্রন্থমালা-
হয়তো পরে থাকবে অযত্ন আর অবহেলায়
কালের পর কাল, কে দেখবে?
আজ তাঁর বিদেহী আত্মার প্রতি জানাই সালাম
আর মাগফেরাত করি কামনা দয়াময় প্রভুর কাছে।
১৮/১০/২০১৭