তথ্যবিজ্ঞান অলিম্পিয়াডে ইরানি শিক্ষার্থীদের ৩ পদক
পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০২২

ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান ৩৪তম আন্তর্জাতিক তথ্যবিজ্ঞান অলিম্পিয়াডে (আইওআই) ইরানের উচ্চবিদ্যালয় শিক্ষার্থীরা তিনটি পুরস্কার এবং সম্মাননা ডিপ্লোমা অর্জন করেছে।
প্রতিযোগিতা চলাকালীন আলিরেজা কাভিয়ানি এবং কুশা মুসাভি সোনা জিতেছেন, আলিরেজা সামিমি রৌপ্য জিতেছেন এবং আর্য হেমতি পেয়েছেন ডিপ্লোমা অব অনার। আইওআই বিশ্বব্যাপী মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মর্যাদাপূর্ণ কম্পিউটার বিজ্ঞান প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়। ৯০টি দেশের ৩৫৭ জন প্রতিযোগী এই বছরের প্রতিযোগিতায় অংশ নেয়। সূত্র: মেহর নিউজ।