সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ঢাবি উপাচার্যের সাথে ইরানি কালচারাল কাউন্সেলরের সাক্ষাৎ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২৫ 

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী। সোমবার সকালে ঢাবি উপাচার্যের কার্যালয়ে ওই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ইরান সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ। দেশটির সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। গত কয়েক দশকে ইরান জ্ঞান-বিজ্ঞানে ব্যাপক অগ্রগতি লাভ করেছে। আমরা ইরানের মতো উচ্চ স্তরের জ্ঞান ও প্রযুক্তিসম্পন্ন দেশগুলোর সাথে যোগাযোগ ও সহযোগিতা বিস্তারে আগ্রহী।”

এসময় ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী বলেন, “ভারতীয় উপমহাদেশের অংশ হিসেবে বাংলাদেশে ফারসি ভাষার ব্যাপকতা এবং সরকারীভাবে এর মর্যাদার দীর্ঘ ইতিহাস রয়েছে। এ ছাড়া বাংলা ভাষায় হাজার হাজার ফারসি শব্দ ও বাক্যাংশের অস্তিত্ব সেই  পরানো যুগকে স্মরণ করিয়ে দেয়। ইরানি কালচারাল কাউন্সেলর ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষা ও গবেষণা কর্মসূচি এবং কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।”

তিনি বলেন,  ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় এই বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের দুজন অনুষদ সদস্য  এবং ইসলামিক শিক্ষা বিভাগের চেয়ারম্যান ইরান সফর করেছেন।আমরা এরইমধ্যে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাথে যৌথভাবে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি এবং পবিত্র রমজান মাসেও ইরানি কবি নেজামি গাঞ্জাভির স্মরণে বিভাগের সাথে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের একটি আলোচনা সভা করার কথা রয়েছে।আমরা আশাকরছি শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইরানের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।