ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে জাকারিয়ার সাফল্য
পোস্ট হয়েছে: মার্চ ২৩, ২০১৭

মহিউদ্দিন জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ২০১৬ সনে অনুষ্ঠিত এম এ পরীক্ষায় সিজিপিএ ৪.০০ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছেন। উল্লেখ্য যে, তিনি-ই প্রথম এই বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ ৪.০০ অর্জন করেন। তিনি একই বিভাগ থেকে ২০১৫ সালে বি এ (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে সর্বোচ্চ ৩.৮৪ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছেন। জাকারিয়া বরগুনা জেলাধাীন পাথরঘাটা থানার পাথরঘাটা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের অধিবাসী। ভবিষ্যতে তিনি ফারসি ভাষা ও সাহিত্যে উচ্চতর গবেষণায় আগ্রহী।
কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য জাকারিয়া সম্মানিত শিক্ষক ও শুভানুধ্যায়ীদের নিকট কৃতজ্ঞ ও দোয়াপ্রার্থী।