ঢাবিতে বাংলা ও ফারসির আন্তঃসম্পর্ক বিষয়ক ওয়েবিনার আজ
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/02/62606_17.jpg)
আন্তজার্তিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘আন্তজার্তিক মাতৃভাষা দিবস: বাংলা ও ফারসির আন্তঃসম্পর্ক’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।
আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় অনলাইনে এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে। জুমের নিচের লিঙ্কে প্রবেশ করে ওয়েবিনারটিতে অংশগ্রহণ করা যাবে। লিংক: https://bdren.zoom.us/j/68982705466
ওয়েবিনারে মূল বক্তা হিসাবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. তারিক জিয়াউর রহমান সিরাজী, আলোচক হিসাবে উপস্থিত থাকবেন ফারসি ভাষা ও সাহিত্যের সহযোগী অধ্যাপক ড. আবু মুসা মো. আরিফ বিল্লাহ। ওয়েবিনারের মডারেটর হিসাবে থাকবেন ফারসি ভাষা ও সাহিত্যের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।
ফারসি ভাষা ও সাহিত্যের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ভাষার মাসকে সামনে রেখে আমরা এই ওয়েবিনারের আয়োজন করেছি। বাংলার সাথে ফারসির যে আন্তসম্পর্ক রয়েছে সেই লক্ষে আমাদের এই আয়োজন।