ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে এশীয় চলচ্চিত্র উৎসব
পোস্ট হয়েছে: অক্টোবর ৪, ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) চলছে দুই দিনব্যাপী এশীয় চলচ্চিত্র উৎসব। এশিয়া মহাদেশের সাত দেশের সাতটি ছবি নিয়ে সোমবার (৩ অক্টোবর) থেকে এই উৎসব শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এমসিজে ফিল্ম ক্লাব (ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিল্ম ক্লাব) আয়োজিত
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সারাহ বেগম কবরী, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মোস্তফা সরয়ার ফারুকী ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবটির বর্তমান মডারেটর ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে এমসিজে ফিল্ম ক্লাব প্রকাশিত সুভ্যেনির ‘এশীয় চলচ্চিত্র পাঠ’-এর মোড়ক উন্মোচন করা হয়। উৎসবে সোমবার প্রদর্শিত হয় ‘হাউস অব ফ্লাইং ড্যাগার্স’ (চীন), দুপুর ‘থ্রি আয়রন’ (দক্ষিণ কোরিয়া) ও ‘পিকে’ (ভারত) ছবিগুলো। মঙ্গলবার প্রদর্শিত হবে ‘ইন দ্য মুড ফর লাভ’ (হংকং), ‘দ্য সেপারেশন’ (ইরান), ‘স্পিরিটেড অ্যাওয়ে’ (জাপান)।বাংলাদেশের প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ পরিচালিত ‘রানওয়ে’ চলচ্চিত্রের প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।