মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর আহবান মেননের

পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০১৬ 

news-image

ঢাকা ও ইরানের রাজধানী তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর আহবান জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সোমবার ইরানের তাবরিজ শহরের এক  বৈঠকে এ আহবান জানান তিনি।

এদিন সন্ধ্যায় ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংগঠন আইসিএইচএইচটিও এর প্রধান মাসুদ সোলতানিফারের সঙ্গে বৈঠক করেন মেনন। এসময় তিনি বলেন, ইরান-বাংলাদেশ সরাসরি ফ্লইট চালু করা উচিত। এ লক্ষ্যে ঢাকায় ইরানি দূতাবাস গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

ইরান সফররত মেনন বলেন, তার তাবরিজ সফর সকল ক্ষেত্রে দুইদেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সাহায্য করবে।

২০১৮ সালে তাবরিজকে ইরানের পর্যটন রাজধানী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্তের প্রশংসা করে মন্ত্রী বলেন, তাবরিজে বাংলাদেশি পর্যটক সংখ্যা বৃদ্ধি করতে ইরান ও বাংলাদেশ সহযোগিতা জোরদার করবে।

সোমবার তাবরিজে এশিয় মহাদেশীয় সহযোগিতা সংস্থা তথা এসিডি’র মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের অনুষ্ঠানের ফাঁকে এ বৈঠক করেন মেনন।

-তাসনিম নিউজ এজেন্সি।