ঢাকা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে যেসব ইরানি ছবি
পোস্ট হয়েছে: জানুয়ারি ১, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/01/3000722-1.jpg)
রাজধানীতে আগামী ১০ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৭তম আসর। সপ্তাহব্যাপী উৎসব শেষ হবে ১৮ জানুয়ারি। এবারের আসরের বিভিন্ন বিভাগে দেখানো হবে ইরানের ২৯টি ফিচার ও শর্ট ফিল্ম।
ঢাকা চলচ্চিত্র উৎসবে দেথানোর জন্য যেসব ছবির নাম তালিকাবদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে পুয়া বাদকুবেহ পরিচালিত ‘ড্রেসেজ’, হোসেইন নামাজির ‘অ্যাপেন্ডিক্স’, আব্বাস নামাজদুস্তের ‘এ বিগার গেম’, মানিজেহ হেকমতের ‘ওল্ড রোড’ ও ইব্রাহিম মোখতারির ‘লিফ অব লাইফ’।
এই তালিকায় আরও রয়েছে মোহাম্মাদ হামজেয়ির ‘আজার’, মারইয়াম জাহিরিমেহরের ‘ইন্ডলেস’, রামিন রাসুলির ‘লিনা’, দারিউশ ইয়ারির ‘হান্টিং সিজন’ ও পেগাহ আরজির ‘ইন দ্যা মিস্ট’।
উৎসবের শর্ট ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে আলি আসাদোল্লাহির ‘ডিফাররেন্স’, মোরতেজা আতাশ জমজমের ‘বুদ্ধাস শেম’ ও রেজা সোবহানির ‘ওয়ান কিলোগ্রাম অব ফ্লাই উইংস’। সূত্র: তেহরান টাইমস।