ঢাকা চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে ইরানের নোবাখত ও আহমেদি
পোস্ট হয়েছে: জানুয়ারি ২০, ২০২২

ইরানি চলচ্চিত্র নির্মাতা এলাহে নোবাখত এবং নেগিন আহমাদি ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে বিচারকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে রাজধানী ঢাকাতে আন্তর্জাতিক এই উৎসব চলমান রয়েছে।
নোবাখত উৎসবের নারী চলচ্চিত্র নির্মাতা প্রতিযোগিতার প্যানেলে রয়েছেন। এই বিভাগে তার সঙ্গে রয়েছেন তুর্কি সম্প্রচারক ওয়া দোগান, বুলগেরিয়ান চলচ্চিত্র নির্মাতা ইয়ানা লেকারস্কা এবং বাংলাদেশি তথ্যচিত্র নির্মাতা মেহজাদ গালিব। আন্তর্জাতিক প্রযোজনা ও বিতরণ চলচ্চিত্র সংস্থা ইএলআই ইমেজের সিইও নোবাখত বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেমন : ইতালির রিলিজিয়ন টুডে চলচ্চিত্র উৎসব, সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক ওরিয়েন্টাল চলচ্চিত্র উৎসব, লেবাননে বৈরুত আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব এবং নেদারল্যান্ডে মেনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, আহমাদি ঢাকা উৎসবের আধ্যাত্মিক চলচ্চিত্র বিভাগে আন্তঃধর্মীয় জুরিতে রয়েছেন। এই জুরিতে আহমেদির সঙ্গে রয়েছেন বেলারুশের চলচ্চিত্র বিশেষজ্ঞ আইগর সউকমানভ, ভারতীয় চিত্রনাট্যকার ও পরিচালক রজনি বসুমাতারি এবং বাংলাদেশি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নাদের চৌধুরী । আহমাদি পরিবেশ এবং সামাজিক সমস্যার ওপর নির্মিত প্রশংসিত তথ্যচিত্র “কনি বেল”, “শিরিন ডেজ”, “ঝিভাই” ও “জাহরা গলি” এর পরিচালক। অন্যান্য ইরানি চলচ্চিত্র নির্মাতার বিশের অধিক চলচ্চিত্র ঢাকা উৎসবের বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা করছে। উৎসবের পর্দা নামবে ২৩ জানুয়ারি। সূত্র: তেহরান টাইমস।