ঢাকা উৎসব মাতাবে ইরানি ছবি ‘দ্যা ওসান বিহাইন্ড দ্যা উইন্ডো’
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২০
১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতাবে (ডিআইএফএফ) ইরানি ছবি ‘দ্যা ওসান বিহাইন্ড দ্যা উইন্ডো’। ছবিটি দেখানো হবে উৎসবের প্রতিযোগিতা বিভাগে।
ইরানি ছবি ‘দ্যা ওসান বিহাইন্ড দ্যা উইন্ডো’ পরিচালনা করেছেন বাবাক নাবিজাদেহ। চলচ্চিত্রটি বোরহান চরিত্রের এক তরুণ ও স্মার্ট কিশোরের গল্প নিয়ে এগিয়ে গেছে। সে দূরবর্তী একটি সুন্দর দ্বীপে বসবাস করে। যেখানকার মানুষদের কঠিন জীবনযাপন করতে হয়। বোরহান একদল পর্যটক নিয়ে দ্বীপের মনোমুগ্ধকর দৃশ্যগুলো ঘুরে দেখতে বের হয়। সে তাদেরকে গান বাজিয়ে শোনায়। জীবনে আনন্দ উৎফুল্ল বাড়তে থাকে। বেশি বেশি পর্যটক দ্বীপে আসতে থাকে। কিন্তু এরই মধ্যে একটা বড় সমস্যা দেখা দেয়।
ঢাকা চলচ্চিত্র উৎসবের চিলড্রেনস কমপিটিশন বিভাগে ইরান, আর্জেন্টিনা, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি, ফিলিস্তিন, ভারত, মঙ্গোলিয়া, নেপাল, রাশিয়া, বেলারুশ, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৬টি ছবি দেখানো হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।