বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ঢাকা উৎসবে সেরা চিত্রনাট্য ইরানের ‘কেয়ারলেস ক্রাইম’

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৫, ২০২১ 

news-image

১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) সেরা চিত্রনাট্য অ্যাওয়ার্ড জিতলো ইরানি ছবি ‘কেয়ারলেস ক্রাইম’। উৎসবের প্রতিদ্বন্দ্বিতা বিভাগ থেকে এই পুরস্কার লাভ করেছে নির্মাতা শাহরাম মোকরির চলচ্চিত্রটি।

‘কেয়ারলেস ক্রাইম’ এর চিত্রনাট্য লিখেছেন নাসিম আহমাদপুর ও শাহরাম মোকরি। তারা যৌথভাবে এই পুরস্কার গ্রহণ করেন।

এছাড়া ‘কেয়ারলেস’ ক্রাইম ৭৭তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস উইকে (এসআইসি) বেস্ট অরিজিনাল চিত্রনাট্য পুরস্কার জিতে।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরের আয়োজন করে রেইনবো চলচ্চিত্র সংসদ। ৯ দিনব্যাপী এ উৎসবে দেখানো হয় ৭৩টি দেশের ২২৫টি ছবি। রোববার সন্ধ্যায় পর্দা নামে এ উৎসবের। সূত্র: মেহর নিউজ এজেন্সি।