শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ঢাকা উৎসবে লড়বে ইরানি চলচ্চিত্র নির্মাতাদের ৩৪ ছবি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৭, ২০২১ 

news-image

২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানি চলচ্চিত্র নির্মাতাদের ৩৪টি চলচ্চিত্র দেখানো হবে। বাংলাদেশের রাজধানী ঢাকায় ১৫ থেকে ২৩ জানুয়ারি আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। .উৎসবের এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতায় মোহাম্মদ-হোসেন মাহদাভিয়ানের “ওয়ালনাট ট্রি” এবং কাভেহ মাজাহেরির প্রশংসিত নাটক “বোটক্স” সহ ইরানের পাঁচটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।“ওয়ালনাট ট্রি” ১৯৮৭ সালে সংঘটিত সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। ইরান-ইরাক সীমান্তে একটি কুর্দি শহর সারদাশত এবং এর আশেপাশের এলাকার বেশ কয়েকটি গ্রাম ইরাকি বাহিনীর দ্বারা রাসায়নিক আক্রমণের শিকার হয়। কাদের নামে এলাকার একজন গ্রামবাসী ও তার গর্ভবতী স্ত্রী এবং সেইসাথে তার তিন ছোট বাচ্চা রাসায়নিক অস্ত্র দ্বারা আক্রান্ত হয় এবং আহত হয়। গ্রাম ও আশপাশের শহরের পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। কাদেরকে এককভাবে তার পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হয়।ইরান ও কানাডার যৌথ প্রযোজনার “বোটক্স” বোন আকরাম এবং আজরকে নিয়ে তৈরি করা হয়েছে। দুজনেই তাদের ভাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে মিথ্যা বলে। তারা সবাইকে বলে যে, সে জার্মানিতে পালিয়ে গেছে। দিনের পর দিন মিথ্যা আরও বড় হয়ে দেখা দেয় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ঘটনা সবাইকে অন্ধকার ও রহস্যময় নিয়তির দিকে নিয়ে যায়।এই বিভাগে আরও দেখানো হবে, সালেম সালাভাতির “ফাদার্স”, কামাল তাবরিজির “অ্যা বাম্পি স্টোরি” এবং মেহরদাদ গাফফারজাদেহ ও ইয়োশিমাসা জিম্বো পরিচালিত ইরান, সিঙ্গাপুর ও জাপানের যৌথ প্রযোজনার ছবি  “অন দ্য জিরো লাইন”।ইরানের চলচ্চিত্র নির্মাতাদের সাতটি চলচ্চিত্র ঢাকা উৎসবের বিশ্ব চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। ছবিগুলো হলো- এহসান আব্দিপুরের “মেজর”, ফরশিদ কলিপুরের “ব্যালাদ অফ বাহরাম”, বেহরুজ নুরানিপুরের “চিলড্রেন অফ দ্য নাইট”, নাভিদ বেহতোইয়ের “গিসোম”, পুয়ান কাজেমির “দ্য মিরর ম্যান”, “দ্য গ্রেট লিপ”, করিম লাকজাদেহ এবং রেজা হেমাসির “দ্যা টোরটোইস অ্যান্ড স্নেইল”।ইরানি ফিচার চলচ্চিত্র মরিয়ম বাহরোলোলুমির “লেডি অফ দ্যা সিটি” ও নিকি করিমির “আতাবাই” এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ফারিবা চুপান্নেজাদের “হিয়ার ইয়েট অ্যাবসেন্ট” ও মাহবুব মোলাইয়ের “মারিয়ামস হাউস” উৎসবের নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগে প্রদর্শিত হবে।অন্যদিকে, আধ্যাত্মিক বিভাগে ইরানি চলচ্চিত্র নির্মাতাদের সাতটি চলচ্চিত্র দেখানো হবে, শিশু চলচ্চিত্র অধিবেশনে দেখানো হবে ইরানের পাঁচটি চলচ্চিত্র।এছাড়া শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম বিভাগে ছয়টি ইরানি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। সূত্র: তেহরান টাইমস।