ঢাকা উৎসবে ইরানি ছবি ‘সেভেন অ্যান্ড এ হাফ’
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/12/125608_film.jpg)
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ইরানি ফিচার ‘সেভেন অ্যান্ড এ হাফ’। ছবিটির লেখা ও নির্মাণ কাজ করেছেন চলচ্চিত্রকার নাভিদ মাহমুদিস। প্রযোজনা করেছেন তারই ভাই জমশিদ মাহমুদি। উৎসবের এবারের ১৮তম পর্ব অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারিতে।
‘সেভেন অ্যান্ড এ হাফ’ সাত ইরানি ও আফগান নারীর গল্প নিয়ে তৈরি করা হয়েছে। সাত পর্বের ফিচারটিতে ওই সাত নারীর কাহিনি ফুটে তোলা হয়েছে যাদের প্রত্যেকের একই রাতে বিয়ে হয়। কিন্তু প্রত্যেককেই ভিন্ন ভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
ইরান-আফগানিস্তানের যৌথ প্রযোজনার ছবিটি ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘সিনেমা অব দ্যা ওয়ার্ল্ড’ বিভাগে অংশ নেবে। ছবিটি সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ফারসি চলচ্চিত্র উৎসবের এবারের ৮ম আসরে সেরা ফিচার চলচ্চিত্র হিসেবে গোল্ডেন গ্যাজেল্লে পুরস্কার জিতেছে।
ঢাকা চলচ্চিত্র উৎসব ১১ থেকে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। উৎসবের সাধারণ থিম হচ্ছে ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স অ্যান্ড বেটার সোসাইটি’। এবার নিয়ে তৃতীয়বারের মতো ঢাকা উৎসবে মাহমুদিসের ছবি অংশ নিচ্ছে। এরআগে ২০১৬ সালে মাহমুদিসের ‘দেয়ার এ ফিউ কিউবিক মিটারস অব লাভ’ সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।