শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ঢাকা উৎসবে ইরানি চলচ্চিত্রের পুরস্কার জয়

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩০, ২০২৪ 

news-image
বাংলাদেশের রাজধানীতে রোববার শেষ হওয়া ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার জিতেছে মানিজে হেকমতের ইরানি চলচ্চিত্র ‘জাঙ্কস অ্যান্ড ডলস’।
ছবিটি উৎসবের নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগে সেরা ফিচার ফিল্ম পুরস্কার পেয়েছে। মঙ্গলবার আইএসএনএ এই খবর জানিয়েছে।
চলচ্চিত্রটি এমন এক দম্পতির গল্প তুলে ধরেছে, যারা ইরানের উত্তর বনের কেন্দ্রস্থলে একটি বর্জ্য ডিপোর কেন্দ্রস্থলে জীবন গড়তে নিয়ত করেছে। তারা খুঁজে পাওয়া আবর্জনা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে শুরু করে এবং অন্য লোকেদের সাথে বন্ধুত্ব করতে শুরু করে… কিন্তু যারা তাদের প্রকৃতির সাথে লড়াই করতে দৃঢ়প্রতিজ্ঞ তাদের আর কী অবশিষ্ট থাকে?
উৎসবের এই বিভাগে আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ন্যান্সি সভেনডসেন পরিচালিত ‘পাসাং: ইন দ্য শ্যাডো অফ এভারেস্ট’ সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার গেয়ংমু নোহ ‘হাউ টু গেট ইওর ম্যান প্রেগন্যান্ট’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন।
এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে চীনের কিয়াও সিক্সু পরিচালিত ‘দ্য কর্ড অফ লাইফ’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। অন্যদিকে, শ্রীলঙ্কার জগথ মনুওয়ার্না ‘রাহাস কিয়ানা কান্দু’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন।
আধ্যাত্মিক চলচ্চিত্র বিভাগে রাশিয়া থেকে ওলেগ আসাদুলিন পরিচালিত ‘দেয়ার অ্যান্ড ব্যাক’ সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে এবং কিউবার হ্যানসেল লেভা ফানেগোর ‘কুনানফিন্ডা: দ্য ল্যান্ড অফ ডেথ’ সেরা ডকুমেন্টারি পুরস্কার জিতেছে।
ইরানি চলচ্চিত্র নির্মাতাদের ২৯টি চলচ্চিত্র এবারের নয় দিনব্যাপী ঢাকা চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। ঢাকা উৎসবে ৭৪টি দেশের ২৫৩টি চলচ্চিত্র দেখানো হয়। সূত্র: তেহরান টাইমস