ঢাকা উৎসবে অ্যাওয়ার্ড জিতলো ইরানের ‘হাভা, মরিয়ম, আয়েশা’
পোস্ট হয়েছে: জানুয়ারি ২১, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/01/3356219.jpg)
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অ্যাওয়ার্ড জিতলো ইরানি ছবি ‘হাভা, মরিয়ম, আয়েশা’। নির্মাতা সাহরা কারিমি পরিচালিত ছবিটি উৎসবের এবারে ১৮তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইরান ও আফগানিস্তান।
কারিমি পরিচালিত ও কাতায়ুন সাহাবি প্রযোজিত ‘হাভা, মরিয়ম, আয়েশা’ নির্মাণ করা হয়েছে আফগানিস্তানের গর্ভবতী তিন নারীর গল্পকে ঘিরে। ভিন্ন ভিন্ন সামাজিক অবস্থান থেকে আসা ওই তিন নারী কাবুলে বসবাস করে।তাদের প্রত্যেকেই জীবনে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং তাদের প্রত্যেককে নিজ নিজ সমস্যা নিজেদেরই সমাধান করতে হয়।
ছবিটির তিন অভিনেত্রী হাসিবা ইব্রাহিমি, আরেজু আরিয়াপুর ও ফেলেশতা আফশার উৎসবের সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড লাভ করেছেন।
১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত উৎসব ১১ জানুয়ারি শুরু হয়ে পর্দা নামে ১৯ জানুয়ারি। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করে রেইনবো চলচ্চিত্র সংসদ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।