বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে ইরানি দল রাস্তাক

পোস্ট হয়েছে: নভেম্বর ৯, ২০১৭ 

news-image

আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব।বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত উৎসবের তৃতীয় সন্ধ্যায় সংগীত পরিবেশন করবে ইরানি লোকসংগীত দল রাস্তাক। দেশটির বিভিন্ন প্রদেশের সংগীত ঐতিহ্যকে সঙ্গে নিয়ে শুক্রবার বাংলাদেশে আসছে দলটি। বিশ্বব্যাপী সংগীতের শ্রোতাদের কাছে ফারসি লোকসংগীত, ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরতে অনবদ্য অবদান এই দলের। ১৯৯৭ সালে তেহরানে যাত্রা শুরু করে এই ফারসি লোকসংগীত দল।মূলধারার সংগীতের সঙ্গে ফারসি লোকসংগীতকে মিশিয়ে পরিবেশন করেন তাঁরা।এছাড়া ফারসি লোকসংগীত নিয়ে গবেষণাও করে দলটি।বিশ্বের সংগীতপ্রেমীদের কাছে ফারসি লোকসংগীতের নতুন দূত হিসেবে আবির্ভূত হয়েছে রাস্তাক। রাস্তাকের দলনেতা সিয়ামক সেপেহরি মনে করেন,  প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে সংগীতের বিশেষ ভূমিকা রয়েছে।তাঁদের প্রাথমিক ভাবনা ছিল ইরানের ঐতিহ্যবাহী সংগীতকে আরও বৈচিত্র্যপূর্ণ করা। এ জন্যই তাঁদের দেশের বিভিন্ন প্রদেশের সংগীতকে মিলিয়ে-মিশিয়ে উপস্থানের চেষ্টা করেন তাঁরা।