ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছে ৩৫টি ইরানি ছবি
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১০, ২০২০

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০ এ দেখানো হবে ৩৫টি ইরানি ছবি। আসছে বছরের জানুয়ারিতে উৎসবের ১৯তম আসর বসবে। ঢাকা উৎসবের বিভিন্ন বিভাগে ছবিগুলো দেখানো হবে।
এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগে ইরানি চলচ্চিত্রকার আব্বাস আমিনির ‘দ্যা স্লটার হাউজ’, শাহরাম মোকরির ‘কেয়ারলেস ক্রাইম’ ও সাফি ইয়াজদানিয়ানের ‘সাডেনলি এ ট্রি’ দেখানো হবে।
সিনেমা অব দ্য ওয়ার্ল্ড এ দেখানো হবে মাহমুদ রেজা সানির ‘কিয়ারোস্তামি অ্যান্ড হিজ মিসিং কেইন’, কেইভান আলি মোহাম্মাদির ‘সিনেমা শাহর-ই কেসসেহ’, কারিম মোহাম্মাদ আমিনির ‘দ্যা ব্ল্যাক ক্যাট’, বোরজু নিকনেজাদের ‘অ্যাম্ফিবিয়াস’ ও কাজেম মোল্লায়ির ‘দ্যা বাদগার’। এছাড়াও এই বিভাগে ইরান ও জাপানের যৌথ প্রযোজনার ছবি ‘হোটেল নিউ মুন’ দেখানো হবে।
উইমেন্স ফিল্ম মেকার বিভাগে দেখানো হবে ফেরেসতেহ তাভাক্কোলির ‘সিকিং লস্ট’, শাকিবা খালেকির ‘টিরিশকো’, মাসুমেহ নুরমোহাম্মাদি কোমির ‘ফুকুশিমা ট্রাভেলর’, আজাদেহ মুসাভির ‘দ্যা ভিজিট’, নিলুফার জামানের ‘দ্যা ডার্ক ডেজ’, মানিজেহ হেকমাতের ‘বন্দর ব্যান্ড’ ও হান্না জালালির ‘ইন্টারভিউ’।
স্পিরিচুয়াল বিভাগে দেখানো হবো আব্বাস আমিনির ‘আই অ্যাম হেয়ার’, হামেদ তেহরানির ‘ডায়াপ্যাসন’, সাইয়িদ নেজাতির ‘ডাবুর’, আবোদ কাজেমির ‘আরসু’ ও মেহরদাদ ওসকুয়ির ‘সানলেস শ্যাডোস’।
চিলড্রেন ফিল্মস বিভাগে দেখানো হবে কেইভান মাজিদির ‘দ্যা ব্লু গার্ল’, হামিদ রেজা কোতবির ‘দ্যাট নাইটস ট্রেইন’, মোজগান বায়াতের ‘বর্ন অব দ্যা আর্থ’, তেইমুর কাদেরির ‘গান্দো’, ও বাবাক নাবিজাদেহর ‘দ্যা ওসান বিহাইন্ড দ্যা উইন্ডো’। এছাড়া শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম বিভাগে দেকানো হবে আলি আসগারির ‘উইটনেস’, হুমান ফাখতেহর ‘টেল অব ইবি’, মেহরান হেম্মাতজাদেহর ‘দ্যা ড্রিমার’ ও মাহশাদ ভালির ‘আই’। সূত্র: তেহরান টাইমস।