ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিন বিভাগে শ্রেষ্ঠ হল ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ২২, ২০১৭

পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছায়াছবি, সেরা অভিনয় ও শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে পুরস্কার পেয়েছে ইরান।
ইরানের বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, ঢাকা চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে রেজা মির কারিমি’র পরিচালনায় নির্মিত ‘দোখতার’ বা ‘কন্যা’ শীর্ষক ছায়াছবি শ্রেষ্ঠ ছায়াছবি হওয়ার গৌরব অর্জন করে। একই ছায়াছবিতে অভিনয়কারী ফরহাদ আসলানি পেয়েছেন সেরা অভিনয়ের পুরস্কার।
অন্যদিকে ‘ম্যালেরিয়া’ শীর্ষক ছায়াছবি পরিচালনার জন্য সেরা পরিচালক হওয়ার গৌরব অর্জন করেছেন ইরানের পারভিজ শাহবাজি।
ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল গত ১২ জানুয়ারি। জানুয়ারি, শুক্রবার শেষ হয় এই উৎসব। সূত্র: পার্সটুডে