মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ঢাকায় ১৬তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

পোস্ট হয়েছে: মার্চ ১, ২০১৬ 

news-image

বিশ্বের খ্যাতনামা ক্বারিদের উপস্থিতিতে ঢাকায় অনুষ্ঠিত হল ১৬তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত এই সম্মেলন ১১ই ফেব্রুয়ারি শুরু হয়ে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল।

সম্মেলনে দেশের খ্যাতনামা ক্বারিগণ ছাড়াও মিশর, ইরান, আলজেরিয়া ও ইরাকের বিখ্যাত ক্বারিগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে ক্বিরাত পরিবেশন করেন মিসরের ক্বারি ডা. আহমদ আহমদ নাঈনা, শায়খ মুহাম্মদ মুহাম্মদ আল মুজিরী ও ড. হাজ্জাজ রমাদ্বন আল-হিন্দওয়ী, আলজেরিয়ার শায়খ রিয়াদ আল জাযায়েরী, ইরাকের শায়খ ডা. কোচার ওমর আলী ও ইরানের হামিদ রেজা আহমাদি ওয়াফা। সূত্র: ইকনা