ঢাকায় মহাকবি হাফিযের কবিতা সন্ধ্যা শুক্রবার
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২০, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/12/HafezShirazi.jpg)
ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আগামীকাল শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮, সন্ধ্যা ৭.০০ টায় সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে (বাড়ি নং-১৭, সড়ক নং-৪, ধানমন্ডি) ইরানের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘শাবে ইয়ালদা’ (বছরের দীর্ঘতম রজনী) উপলক্ষে ‘মহাকবি হাফিযের কবিতা সন্ধ্যা’র আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ রেযা নাফার ও বিশিষ্ট কবি জনাব আসাদ চৌধুরী।