ঢাকায় ফারসি শিলালিপির পাঠোদ্ধার বিষয়ক কর্মশালা শনিবার
পোস্ট হয়েছে: নভেম্বর ১, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/11/2304161_kalerkantho-2021-18-pic-3.jpg)
ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে আগামী ৫ই নভেম্বর শনিবার সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত পুরানো ফারসি এবং আরবি শিলালিপি ও পান্ডুলিপির পাঠোদ্ধার বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।কর্মশালা পরিচালনা করবেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের ফ্যাকাল্টি মেম্বার মর্তোজা রেজওয়ানফার। কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদেরকে রেজিস্ট্রেশনের জন্য নিম্নের নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।
মোবাইল: 01864000160
ঠিকানা: ইরান সাংস্কৃতিক কেন্দ্র,
বাড়ি নম্বর ৭, রোড নম্বর ১১ (পুরানো ৩২)
ধানমন্ডি , ঢাকা।