শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ঢাকায় পাঁচদিনব্যাপী ইরানি চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী শুরু

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০১৯ 

news-image

রাজধানী ঢাকায় শুক্রবার থেকে পাঁচদিনব্যাপী ইরানি চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘ইরানের ইসলামি বিপ্লবের ৪০ বছর: অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভা এবং৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও ইরানি চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো. আবদুল মজিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ মুরাদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেযা নাফার এবং চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা তৌকির আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ মাহদী হোসেইনি ফায়েক।

সভায় বক্তারা বলেন, ইরানের ইসলামি বিপ্লবের চার দশকে দেশটি নিষেধাজ্ঞা, অবরোধসহ বিভিন্ন সঙ্কট উপেক্ষা করে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, শিল্প, সংস্কৃতি, কৃষি, প্রতিরক্ষা এবং নাগরিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশটির উন্নয়ন-অগ্রগতি আজ চোখে পড়ার মতো।

বক্তারা আরও বলেন, ১৯৭৯ সালে সংঘটিত ইরানের ইসলামি বিপ্লব সমসাময়িক বিশ্বের রাজনৈতিক পট পরিবর্তনের একটি মাইলফলক হয়ে আছে। এই বিপ্লব কেবল ইরানের জনগণের কাছেই নয় বিশ্বের অন্যতম বৃহৎ রাজনৈতিক ঘটনা হিসেবেই বিবেচিত হয়ে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক রাসূল মোল্লাঘোলিপুর এর ‘এম ফর মাদার’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।

আগামী শনি থেকে মঙ্গলবার (৯-১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ও বিকেল ৩টা পর্যন্ত জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ইরানি চলচ্চিত্র এবং সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ফটো প্রদর্শনী চলবে।