ঢাকায় নানা আয়োজনে কিয়ারোস্তামিকে স্মরণ
পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০১৬
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে প্রখ্যাত ইরানি চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তামিকে স্মরণ করছে তার ভক্তরা।কালজয়ী এই চলচ্চিত্র নির্মাতার স্মরণে রাজধানী ঢাকায়আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ(এফএফএসবি), বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ, চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
এ উপলক্ষ্যে শনিবার এফএফএসবি’র উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়। প্রদর্শণীতে কিয়ারোস্তামির ছবি‘টেস্ট অব চেরি’ দেখানো হয়। একইদিনে রাজধানীর শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে দেখানো হয় আয়ারল্যান্ডের পরিচালক প্যাট কলিনস ও ফার্গাস ডালি নির্মিত প্রামাণ্যচিত্র ‘আব্বাস কিয়ারোস্তামি: দ্য আর্ট অব লিভিং’।
এদিকে, চলচ্চিত্রম ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনটি হবে ২৭ ও ২৮ জুলাই শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। এ আয়োজনের প্রথম দিন সন্ধ্যা ছয়টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে দেখানো হবে ‘টেস্ট অব চেরি’ ছবিটি। পরদিন বেলা তিনটা থেকে একে একে দেখানো হবে কিয়ারোস্তামির ছবি ‘থ্রু দ্য অলিভ ট্রিজ’, ‘ক্লোজ-আপ’ ও ‘হোয়ার ইজ দ্য ফ্রেন্ড’স হোম?’ ছবিগুলো।