বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ঢাকায় আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান শুক্রবার

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০১৯ 

news-image

মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতেমা (রা.)-এর পবিত্র জন্মদিবস ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও যাহরা এসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুধু নারীদের অংশগ্রহণে আগামী ১ মার্চ, ২০১৯, বিকেল ৪টায় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তন ৭১ (৪/২ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা)-এ ‘হযরত ফাতেমা যাহরা (রা.)-এর আদর্শ ও বিশ্বের নারীদের কর্তব্যসমূহ’ শীর্ষক এক আলোচনা সভা ও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্য মিসেস সাগুফতা ইয়াসমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইরান থেকে আগত মিসেস মেহরী মাশায়েখী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনীরা সুলতানা।সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন যাহরা এসোসিয়েশনের চেয়ারপারসন মিসেস সেলিনা পারভীন।