সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ঢাকায় আন্তর্জাতিক কিরাত সম্মেলন শুরু

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৯, ২০১৮ 

news-image

ঢাকায় শুরু হলো ১৮তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন। দেশ-বিদেশের আন্তর্জাতিক কারি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমরাও অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে এই কিরাত সম্মেলন শুরু হয়। এ সম্মেলনের আয়োজক আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)।

মুহাম্মদ ইউসুফ হাফিজাহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশসহ মিসর, ইরান, সিরিয়া, আলজেরিয়া, ভারত, ফিলিস্তিন ও ব্রুনাইয়ের শীর্ষস্থানীয় কারিরা অংশ নেন। ইক্বরার সহসভাপতি মা’হাদুল কিরাত বাংলাদেশের পরিচালক শাইখ কারি আহমাদ বিন ইউসুফ আল আযহারীসহ দেশবরেণ্য কারিরাও এতে কিরাত পরিবেশন করবেন।