ঢাকায় আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা শুক্রবার
পোস্ট হয়েছে: মার্চ ২০, ২০২৫

আন্তর্জাতিক আল-কুদ্স দিবস উপলক্ষ্যে শুক্রবার ২১ মার্চ বিকেল ৩.৩০ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আল-কুদ্স কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘কুদস ও ফিলিস্তিনের মুক্তি: অব্যাহত প্রতিরোধের অনিবার্যতা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাকিব মুহাম্মাদ নাসরুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীরমোহম্মদী, হেফাজতে ইসলামি বাংলাদেশের যুগ্ম সচিব মাওলানা আজীজুল হক ইসলামাবাদী এবং ইসলামি স্কলার ড. এ কে এম আনোয়ারুল কবীর।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সিনিয়র সাংবাদিক ও চেঞ্জটিভি.প্রেসের প্রতিষ্ঠাতা আমীরুল মুমিনীন মানিক।
স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম বদরুদ্দোজা।
সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও আল-কুদ্স কমিটি বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাউছার মুস্তাফা আবুলউলায়ী। সেমিনারে অংশগ্রহণের জন্য আল-কুদ্স কমিটি বাংলাদেশ-এর পক্ষ থেকে সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।