মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ড. মাজলুমির মৃত্যুতে ঢাকাস্থ ইরানের রাষ্ট্রদূত ও কালচারাল কাউন্সেলরের শোক

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩০, ২০২১ 

news-image

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমীন ড. সাইয়্যেদ জাওয়াদ মাজলুমির  মৃত্যুতে বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মুহাম্মদ রেজা নাফার ও বাংলাদেশে অবস্থিত ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাত গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ড. মাজলুমি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে তেহরানের একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতরাতে ইন্তেকাল করেন।

তিনি সর্বোচ্চ নেতার সদর দপ্তরের আন্তর্জাতিক বিভাগের উপ প্রধানের দায়িত্বে থাকার পাশাপাশি হজরত আয়াতুল্লাহ শাহরুখি খোররাম আবাদির পর সর্বোচ্চ নেতার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

ড. জাওয়াদ মাজলুমি ১৯৬৪ইং সালে ইরানের যানজান প্রদেশে জন্মগ্রহণ করেন এবং ১৯৮২ সালে তিনি ধর্মীয় পড়াশুনার জন্য কোমে আসেন। রেজা অসিয়াবানিকে সাথে নিয়ে ‘নূরুল জিনান’ ও ‘জামেউল আহাদিস’সহ বিভিন্ন কুরআনিক সফটওয়্যার তৈরিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ২০০১ সালে তিনি ইরানের ইসলামি সাংস্কৃতি ও নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘খাদেমুল কুরআন’ খেতাব প্রাপ্ত হন।

এর আগে তিনি উলুমে ইসলামি রিসার্চ সেন্টারের হাদিস বিভাগের প্রধান হিসেবে এবং সাংস্কৃতিক বিপ্লব বিষয়ক সংস্থার উচ্চতর পরিষদের ধর্ম ও সমাজ বিষয়ক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।