ড্যানিশ উৎসবে গ্র্যান্ড প্রিক্স জিতল ইরানের ‘চাইল্ড ইটার’
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/09/3224451-1.jpg)
ডেনমার্কের অফ-ওডেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা ছবির পুরস্কার গ্র্যান্ড প্রিক্স লাভ করলো ইরানি ছবি ‘চাইল্ড ইটার’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা মোহাম্মাদ কার্ত। ‘চাইল্ড ইটার’ পেদোভোর নামেও পরিচিত। চলচ্চিত্রটিতে কিশোর বয়সের এক বালক শ্রমিকের কাহিনী তুলে ধরা হয়েছে।
গত বছর ইরান সিনেমা সেলেব্রেশনে ‘চিল্ড ইটার’ সেরা শর্ট ফিল্মের খেতাব কুড়ায়।
ডেনিশ উৎসবে ‘অফ স্টোরিটেলার’ অ্যাওয়ার্ড জিতেছে ‘ফান ফ্যাক্টরি’। নরওয়ে ও জার্মানের যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করেন নির্মাতা লিজা ব্রুক হ্যানসেন ও ইভেন হাফনুর।
অন্যদিকে অফ আর্টিস্ট অ্যাওয়ার্ড লাভ করেছে অস্ট্রেলিয়ার টম নোকেস পরিচালিত ‘নারসারি রাইমস’। অফ-ওডেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ২৬ আগস্ট শুরু হয়ে পর্দা নামে ১ সেপ্টেম্বর। এই ইভেন্টে বিজয়ী ছবিগুলো অস্কারে প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করবে। সূত্র: তেহরান টাইমস।