‘ডেভেলপমেন্ট কাপ’ এ বেলারুশকে হারাল ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৩

ইরান অনূর্ধ্ব-১৭ দল রবিবার বেলারুশে আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ডেভেলপমেন্ট কাপ’ এর উদ্বোধনী ম্যাচে বেলারুশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে ৪-০ গোলে পরাজিত করেছে।আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া ম্যাচের প্রথমার্ধে একটি জোড়া গোল করেন এবং মোহাম্মদ আসকারি ও আলিরেজা হোমাইফারদ একটি করে গোল করেন।হোসেইন আবদির ছেলেদের যথাক্রমে মঙ্গলবার ও বৃহস্পতিবার রাশিয়া ও তাজিকিস্তান অনূর্ধ্ব-১৭ দলের সাথে খেলার কথা রয়েছে।টুর্নামেন্টটি মিনস্কে ৫ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে।বেলারুশ, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, রাশিয়া, সেইসাথে বেলারুশ অনূর্ধ্ব-১৬ এবং রাশিয়া অনূর্ধ্ব-১৬ দলসহ এই টুর্নামেন্টে মোট ছয়টি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করে।দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।রাশিয়া, তাজিকিস্তান ও বেলারুশ অনূর্ধ্ব-১৬-এর সাথে ইরান বি গ্রুপে রয়েছে।এ গ্রুপে কাজাখস্তান, বেলারুশ, উজবেকিস্তান ও রাশিয়া অনূর্ধ্ব-১৬ রয়েছে। সূত্র: তেহরান টাইমস।