শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ডেভিনিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘মালাকুত’

পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২০ 

news-image

আমেরিকায় অনুষ্ঠিতব্য ডেভিনিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (ডিআইএফএফ) অংশ নেবে ইরানি চলচ্চিত্র ‘মালাকুত’। স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশনটি পরিচালনা করেছেন চলচ্চিত্রকার ফারনুশ আবেদি।

অ্যানিমেশনটি তৈরি করা হয়েছে এক পিয়ানো বাদকের গল্প নিয়ে। সে তার স্ত্রীর জীবন ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু এতে সে তার ভেতরের শয়তানকে জাগিয়ে তোলে।

‘মালাকুত’ সম্প্রতি আয়ারল্যান্ডের দুবলিনে অনুষ্ঠিত সিল্ক রোড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (এসআরআইএফএফ) সম্মানজনক ডিপ্লোমা লাভ করে। স্বল্পদৈর্ঘ্যটি যুক্তরাজ্যে অনুষ্ঠিত ব্ল্যাক কান্ট্রি হরোর শর্টস ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে সেরা অ্যানিমেশন অ্যাওয়ার্ড লাভ করে।

এছাড়া ‘মালাকুত’ ম্যাক্সিকোতে অনুষ্ঠিত গুয়াদালাজারা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের ৩৫তম আসরে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। এই উৎসবে সেরা অ্যানিমেশন অ্যাওয়ার্ড জয় করলে আগামী বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারে অংশ নেওয়ার যোগ্যতা লাভ করবে চলচ্চিত্রটি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।