ডেফলিম্পিকে পদক তালিকায় তৃতীয় স্থানে ইরান
পোস্ট হয়েছে: মে ১৬, ২০২২
ইরানের ক্রীড়াবিদরা ব্রাজিলের ক্যাক্সিয়াস দো সুলে অনুষ্ঠিত ২০২১ গ্রীষ্মকালীন ডেফলিম্পিকে পদক তালিকায় তৃতীয় স্থান অধিকার করলো। প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশটির বধির অ্যাথলেটরা ১৪টি স্বর্ণ, ১২টি রৌপ্য এবং ১৪টি ব্রোঞ্জ পদক জিতেছেন।
ইউক্রেন মোট ৬১টি স্বর্ণ, ৩৮টি রৌপ্য এবং ৩৮টি ব্রোঞ্জ পদক জিতে শিরোপা ঘরে তুলেছে। ১৯টি স্বর্ণ, ১১টি রৌপ্য এবং ২৫টি ব্রোঞ্জ পদক জিতে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে দ্বিতীয় স্থানে৷
ডেফলিম্পিকের এবারের ২৪তম সংস্করণে
ইরানের প্রতিনিধি দল অ্যাথলেটিক্স, বিচ ভলিবল, ফুটবল, জুডো, কারাতে, শুটিং, তায়কোয়ান্দো এবং কুস্তিসহ মোট আটটি খেলায় অংশ নেয়। সূত্র: তেহরান টাইমস।