ডুয়াল-ফুয়েল লোকোমোটিভ ইঞ্জিন উন্মোচন করলো ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২০

প্রথম ডুয়াল-ফুয়েল লোকোমোটিভ ইঞ্জিন উন্মোচন করলো ইরান। রোববার এক অনুষ্ঠানে ইঞ্জিনটির উদ্বোধন করে ইরান হেভি ডিজেল ম্যানুফেকচারিং কোম্পানি (ডিইএসএ)। পরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের পোর্টালে এই তথ্য জানানো হয়।
৪ হাজার-হর্সপাওয়ারের হেভি ইঞ্জিন উন্মোচন অনুষ্ঠানে ইসলামি প্রজাতন্ত্র ইরান রেলওয়ের (যা আরএআই নামে পরিচিত) প্রধান সাইদ রাসুলি যোগ দেন।
অনুষ্ঠানে রাসুলি বলেন, বিগত কিছু বছর দেশের রেলওয়ের পরিমাণগত এবং গুণগত বিকাশ তীব্র হয়েছে। কেরমানশাহ, হামেদান, উরমিয়া, ও গিলানসহ কয়েকটি প্রদেশ দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে।
তিনি বলেন, প্রয়োজনীয় তহবিল সরবরাহ করলে আরআইএ বর্তমান সরকারের মেয়াদকালে এক হাজার কিলোমিটার নতুন রেলপথ চালু করতে সক্ষম হবে।
এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, এই ধরনের ইঞ্জিনের উৎপাদন দেশের রেল শিল্পের জন্য উল্লেখযোগ্য সফলতা এবং এটা এই শিল্পের বিদেশি উৎসের ওপর নির্ভরতা কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সূত্র: তেহরান টাইমস।