ডিসেম্বরে প্রস্তুত হচ্ছে ইরানের দেশীয় তৈরি স্যাটেলাইট পারস-১
পোস্ট হয়েছে: আগস্ট ১৯, ২০১৯

উৎক্ষেপণের জন্য প্রস্তুত হচ্ছে ইরানের দেশীয়ভাবে তৈরি রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘পার্স ১’। ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র এসআরআই আগামী ডিসেম্বরে নতুন স্যাটেলাইটটি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে। রোববার মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান এই ঘোষণা দিয়েছেন।
এসআরআইয়ের প্রধান হোসেইন সামিমি মেহর নিউজ এজেন্সিকে জানিয়েছেন, মহাকাশ গবেষণা কেন্দ্রে পারস-১ স্যাটেলাইটের চূড়ান্ত ধাপ উত্তীর্ণের কাজ চলছে। তিনি জানান, গবেষণা কেন্দ্র এখন রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘পারস-২’ এর নকশা ও তৈরির পরিকল্পনা করছে। এক্ষেত্রে ইরানের বিশ্ববিদ্যালয় ও বেসরকারি কোম্পানিগুলো সহযোগিতা করবে বলে তিনি জানান। ‘‘পারস-২ ‘পারস-১’ এর চেয়ে আরও উন্নত। উচ্চ রেজুলেশনের স্যাটেলাইটটি তুলনামূলক ভালোভাবে অপারেশন পরিচালনা করতে পারবে’’ বলেন হোসেইন সামিমি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।