সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ডিএনএ শনাক্তকরণ কিট উৎপাদনে বিশ্বে পঞ্চম ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২৫, ২০২১ 

news-image

জেনেটিক আইডেন্টিফিকেশন (ডিএনএ) কিট এবং হোমোজেনাইজার প্রযুক্তি অর্জনে বিশ্বে ৫ম দেশ ইরান। ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই একথা বলেন।

মঙ্গলবার সকালে জাতীয় চিকিৎসক দিবসের (ইবনে সিনার জন্মদিন) বর্ষপূর্তিতে তেহরান ফরেন্সিক মেডিসিন সেন্টার পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান।

বিচার বিভাগের প্রধান ফরেন্সিক মেডিকেল সেন্টারগুলোতে উচ্চ নির্ভুলতাসম্পন্ন আধুনিক সরঞ্জামের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। কারণ এগুলো খুবই স্পর্শকাতর কাজ। তরুণ ইরানি বিশেষজ্ঞরা ডিএনএ কিট এবং হোমোজেনাইজার উৎপাদন করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।