বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ডার্ট যুব বিশ্বকাপে ইরানি যুগলের মেডেল জয়

পোস্ট হয়েছে: অক্টোবর ৮, ২০১৭ 

news-image

ডার্ট ফেডারেশন (ডব্লিউডিএফ) যুব বিশ্বকাপ-২০১৭’তে সোনার মেডেল জয়লাভ করেছেন ইরানি যুগল। শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের দুই প্রতিপক্ষকে ৬-৫ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে এই পদক জয় করেন তারা।প্রতিযোগিতায় অংশ নেয়া ফার্সি টিমে ছিলেন ডেনিজ হাশতবারান ও মাশহাদ আভাজজাদেহ। অন্যদিকে, নেদারল্যান্ডসের টিমে ছিলেন রিয়েতবারগেন ও লায়লা ব্রাসেলস।

এর আগে কোয়ার্টার ফাইনালে ডেনামার্কের ক্রিস্টিয়ানসেন/সোন্নিচসেনকে ৪-১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন ইরানি যুগল। তারপর সেমি ফাইনালে দুই জনের এই টিম আয়ারল্যান্ডের শেলডন/বায়ারনিকে ৫-৪ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন তারা।

ডব্লিউডিএফ ওয়ার্ল্ড কাপের এবারের ২১তম আসর জাপানি শহর কোবেতে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৩৩টি দেশ অংশগ্রহণ করে।আগামী ২০২১ ওয়ার্ল্ড ডার্ট ফেডারেশন (ডব্লিউডিএফ) ওয়ার্ল্ড কাপ ডেনিশে অনুষ্ঠিত হবে। সূত্র: তেহরান টাইমস।