শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ডাব্লিউএ অ্যাওয়ার্ড জিতলো ইরানি স্থপতিদের নকশা

পোস্ট হয়েছে: অক্টোবর ১২, ২০২০ 

news-image

কয়েকজন ইরানি স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনারের করা নকশা আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। ডাব্লিউএ অ্যাওয়ার্ডের এবারের ৩৫তম আসরে সম্মাননা জানানো হয়েছে এসব ব্যক্তিকে। এই সম্মাননার আয়োজন করে ওয়ার্ল্ড আর্কিটেকচার কমিউনিটি।

আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন- এই দুই ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এতে শিক্ষার্থী স্থাপত্য প্রকল্প বিভাগে পুরস্কার লাভ করে মোহাম্মাদ হোসেইন মোহাম্মাদপুর পারচেবাফির তৈরি প্রকল্প ‘হোম’। এছাড়া এই ক্যাটাগরিতে ইরানি স্থপতিদের দুটি নকশা পুরস্কার জিতেছে। সূত্র: তেহরান টাইমস।