ডাক্তারদের জন্য অ্যান্টিভাইরাস পোশাক বানাচ্ছে ইরান
পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০২০

ইরানের একটি বিজ্ঞানভিত্তিক কোম্পানির গবেষকরা চিকিৎসকদের হাসপাতালে ব্যবহারের জন্য অ্যান্টিভাইরাস পোশাক উৎপাদন করছে। বিশেষ করে এই পোশাকটি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হবে।
ভাইরাস থেকে স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষায় পানি নিরোধক পণ্যটি বানানো হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে পোশাকটি তৈরি করছেন গবেষকরা।
ইরানি গবেষকরা ‘করোনা ইনোভেশন চ্যালেঞ্জ’ শীর্ষক কাঠামোর মধ্য থেকে হাসপাতালে ব্যবহারের জন্য অ্যান্টিভাইরাস পোশাকটি তৈরি করছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।