শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ডব্লিউএসইউ কোচ অ্যাওয়ার্ড তালিকায় ইরানের কাতাইয়োন খোসরোইয়ার

পোস্ট হয়েছে: মে ২৪, ২০১৮ 

news-image

ইরানের নারী ফুটবল কোচ কাতাইয়োন খোসরোইয়ার ওয়ার্ল্ড সকার ইউনাইটেডএর কোচ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন। তালিকায় স্থান পাওয়া তার সঙ্গে অন্য দুই নারী কোচ হচ্ছেন আনোক বুরিল ও লিগা পাতুপা। কাতাইয়োন খোসরোইয়ার বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায়। ইরান-আমেরিকান বংশোদ্ভূত এই নারী ফুটবল কোচ তার দেশে এক বিপ্লব সৃষ্টি করেছেন।

২০১৪ সালে তিনি প্রথম ইরানি নারী হিসেবে ফিফা/এএফসি ‘এ’ ক্যাটাগরির লাইসেন্স পান। তরুণ বয়সে তিনি অনেক তরুণীকে ফুটবল খেলায় আকৃষ্ট করেন। তার হাত ধরেই ইরানের অনেক মেয়ে ফুটবলার হওয়ার স্বপ্নকে সত্যে পরিণত করে। তেহরান টাইমস