ট্রেন্টো উৎসবে অ্যাওয়ার্ড জিতল ইরানের ‘হলি ব্রেড’
পোস্ট হয়েছে: মে ২০, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/05/3774312.jpg)
ইতালির ট্রেন্টো চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার জিতেছে ইরানি প্রামাণ্যচিত্র ‘হলি ব্রেড’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রয়াত ইরানি চলচ্চিত্রকার রহিম জাবিহি।
ট্রেন্টো চলচ্চিত্র উৎসবের এবারের ৬৯তম পর্ব থেকে ‘হলি ব্রেড’ ক্লাব অ্যালপিনো ইতালিয়ানো গোল্ডেন অ্যাওয়ার্ড ও পিস অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড লাভ করে। রোববার আয়োজকরা এই ঘোষণা দেন।
‘হলি ব্রেড’ প্রযোজনা করেছেন ইরানি সিনেমাটোগ্রাফার তুরাজ আসলানি। কুর্দি কুলবার-শ্রমিকদের বিপজ্জনক শ্রম নিয়ে তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। এই শ্রমিকরা ইরান সীমান্তজুড়ে কাজ করেন। মালামাল বহনের কাজ করে তারা পরিবার পরিচালনা করেন। গরম কিংবা তুষার উপেক্ষা করে পায়ে হেঁটে পিচ্ছিল-কিংবা গরম পাহাড়ি পথ বেয়ে মালামাল বহনের এই কাজ অত্যন্ত বিপজ্জনক। কাজ করতে গিয়ে অনেককেই আহত হতে হয়, তার ওপরে সীমান্ত পুলিশের গুলি খাওয়ার ভয় তো আছেই। এমনকি জীবনও চলে যেতে পারে। এমনই এক বাস্তব ঘটনা নিয়ে এগিয়ে গেছে তথ্যচিত্রটি।
উৎসবের অফিসিয়াল প্রতিযোগিতা বিভাগে ফ্রান্স, মরোক্কো, সুইজারল্যান্ড, ইতালি, উরুগুয়ে, জার্মানি, স্পেন, ইউক্রেন, অস্ট্রিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, গ্রিনল্যান্ড, চীন এবং বেলজিয়াম থেকে আরও ১৩টি ছবি দেখানো হয়।
এর আগে দক্ষিণ কোরিয়ার উলজু মাউন্টেইন চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার জিতে ইরানি প্রামাণ্যচিত্রটি। সূত্র: তেহরান টাইমস।