ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে ইরানজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১০, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/12/4bn4b11234453dyb5a_800C450.jpg)
ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে। শুক্রবার জুমা নামাজের পর এসব বিক্ষোভ মিছিল হয়।
রাজধানী তেহরানে বিক্ষোভ-মিছিলে হাজার হাজার মানুষ ট্রাম্পের ঘোষণার নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা আমেরিকা ও ইসরাইলের ধ্বংস কামনা করে নানা স্লোগান দেন। পাশাপাশি বিক্ষোভকারীরা ফিলিস্তিনি জনগণের প্রতি নিজেদের সংহতি ও সমর্থন প্রকাশ করেন। এছাড়া, বিক্ষোভকারীরা ইসরাইল ও আমেরিকার পতাকা পোড়ান।
ইরানের পবিত্র শহর কোম ও মাশহাদেও ইসরাইল এবং আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এছাড়া, তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, “ট্রাম্পের ঘোষণা প্রমাণ করেছে ইন্তিফাদা আন্দোলন ছাড়া ফিলিস্তিন সংকটের সমাধান সম্ভব নয়। যে কেউ যেকোনো উপায়ে ইহুদিবাদী ইসরাইলের ক্ষতি করতে পারবে সেটা আল্লাহ তায়ালার দরবারে সৎকাজ হিসেবে গৃহীত হবে।”- পার্সটুডে।