বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

টোটালের সঙ্গে ইরানের ৫শ’ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি

পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০১৭ 

news-image

ফ্রান্সের তেল গ্যাস কোম্পানির সঙ্গে ইরান ৫শ’ কোটি ডলারের এক বিনিয়োগ চুক্তি করেছে। টোটাল ইরানের সমুদ্রে একটি তেল গ্যাস ক্ষেত্রে এ বিনিয়োগ করবে। ইরানের ওপর অবরোধ তুলে নেওয়া পর এখন পর্যন্ত এটিই হচ্ছে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ।

ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে এবং টোটালের সিইও প্যাট্রিক পোইয়ানে এ চুক্তিতে সই করেন।

ওয়ালস্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলছে,  ইরানের সাউথ পার্সের উপকূলীয় গ্যাস ক্ষেত্রের উন্নয়নে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে টোটাল।এ ছাড়া, এ প্রকল্পের জন্য একটি কনসোর্টিয়াম গঠন করবে টোটাল।

এতে অংশ নিবে চীনের সিএনপিসি এবং পেট্রোপার্স। সাউথ পার্সের ১১ পর্যায়ের ৫০.১ শতাংশ থাকবে টোটালের, সিএনপিসি’র ৩০ এবং পেট্রোপার্সের ১৯.৯ শতাংশ থাকবে। কনসোর্টিয়াম এ প্রকল্পে ৪৮০ কোটি ডলার বিনিয়োগ করবে।

গত বছর ফ্রান্সের বৃহৎ তেল গ্যাস কোম্পানি টোটাল চীন ও ইরানের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে এক বিনিয়োগ চুক্তি করে।