শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

টোকিও প্যারালিম্পিকে ইরানের কোসরাভানির স্বর্ণ জয়

পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০২১ 

news-image

টোকিও ২০২০ প্যারালিম্পিক গেমসের পুরুষদের লং জাম্প-টি১২ তে স্বর্ণপদক জয় করেছে ইরানি অ্যাথলেট আমির খোসরাভানি। সোমবার ফাইনাল লড়াইয়ে অংশ নিয়ে তিনি শীর্ষ পদক লাভ করেন।

খোসরাভানি ৭ দশমিক ২১ মিটার লাফিয়ে প্রথম স্থান অধিকার করেন। এই বিভাগে ৭ দশমিক ১৬ মিটার ঝাপিয়ে রৌপ্য পদক লাভ করেন গ্রিসের লেইনিয়ের স্যাভন। অন্যদিকে, তৃতীয় স্থান তথা ব্রোঞ্জ পদক লাভ করেছেন আজারবাইজানের সাইদ নাজাফজাদে।

২০২০ প্যারালিম্পিক গেমসে এটা ছিল ইরানের চতুর্থ স্বর্ণ পদক। এরআগে জুডোতে ইরানের ভাহিদ নুরি ও মোহাম্মাদরেজা খেইরোল্লাহজাদেহ এবং পাওয়ারলিফ্টিংয়ে রুহুল্লাহ রোস্তামি ইরানের হয়ে সোনা জিতেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।